ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ২০২১ ইংরেজী সনের অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্বের পরীক্ষার্থীদের দু’আ মাহফিল ও ২০২২-২৩ অনার্স ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত রোববার (৩ সেপ্টেম্বর) বাদ যুহর মাদরাসার কনফারেন্স হলরুমে ওই দোয়া মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান।
আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও মাদরাসার উপাধ্যক্ষ মাওলনা ছালেহ আহমদের সভাপতিত্বে এবং হুসাইনিয়া ছাত্র সংসদের এজিএস মুহাম্মদ ইউসুফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন, সহকারী অধ্যাপক (বাংলা) আলীনূর হোসেন বিপ্লব, ইংরেজি প্রভাষক বিল্লাল হোসাইন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন অনার্স ৩য় বর্ষের পরীক্ষার্থী মো. সাদেক হোসাইন, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন অনার্স শেষ পর্বের পরীক্ষার্থী নাজমুস সালেহীন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি মো. আব্দুল হান্নান।
পরীক্ষার্থী শিক্ষার্থীদের পক্ষথেকে বক্তব্য রাখেন মো. আব্দুল ওয়াহাব (৪র্থ পর্ব), জহুর উদ্দিন (৩য় বর্ষ), জাকির আহমদ সালমান (২য় বর্ষ), মাহবুবুল ইসলাম শাহান (১ম বর্ষ), নবীন শিক্ষার্থী আব্দুস সামাদ হৃদয়।
অনুষ্টানে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রভাষক (ইসলামের ইতিহাস) হাবিবুর রহমান, ভূইঁগাও দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল আউয়াল, মাদরাসার গভর্নিং বডির সদস্য মো. আতাউর রহমান, সহকারী শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন, মাওলানা আ.ফ.ম ছলমান, মাওলানা হাবিবুর রহমান, খণ্ডকালীন শিক্ষক মাওলানা শামীম আহমদ প্রমুখ।
শেয়ার করুন