বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কোন ধরনের গুজবে সরিক না হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরপেক্ষ রাখার ক্ষেত্রে প্রশাসনকে সার্বিক সহযোগীতা করার জন্য উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা কামনা করা হয়েছে।
সভায় বক্তারা, সীমান্ত পেরিয়ে বিশ্বনাথের ‘লামাকাজী-রামপাশা-বিশ্বনাথ-রশিদপুর সড়ক’ দিয়ে ‘অবৈধ চিনি, কসমেটিক্স, কাপড় ও মাদক’ পরিবহন করা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহনের, বাজার মনিটরিং জোরদার করার, ঝুকিপূর্ণ গাছ কর্তন করার, বিশেষ দিবসগুলোতে কমপক্ষে যাতে সবাই জাতীয় পতাকা উত্তোলন করেন সে ব্যবস্থা গ্রহন করতে উপজেলা ও থানা প্রশাসনে সুদৃষ্টি কামনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) সস্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসীন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ নাওরিন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রাসেল ভূঁইয়া, একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *