বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির সভা, প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের উন্নয়নে কাজ করা হবে

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির সকল সদস্যরা উপস্থিত না হওয়ায় সভাপতির বক্তব্যে দুঃখ প্রকাশ করে ইউএনও বলেন, এটা উপজেলার জন্য একটি গুরুত্বপূর্ণ সভা। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’সহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা অনুপস্থিত থাকা শুভনীয় নয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানের উন্নয়নে কাজ করা হবে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বিশ্বনাথে ব্যাটারী চালিত অটোরিক্সা মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ার কারণে উপজেলার লোডশেডিং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শিশুশ্রম বৃদ্ধি পেয়েছে এবং উপজেলার অনেক এলাকায় থাকা আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘরে বহিরাগত বসবাস করছেন ও অনেকেই নানান অপরাধের সাথে জড়িত হচ্ছেন জনস্বার্থে এগুলো নিয়ন্ত্রনে আনতে হবে। মৌলভীরগাঁও গ্রামে গেইট নিয়ে চলমান সমস্যার সমাধানের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহন জরুরী।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন সুমন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, অলকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সহ সভাপতি কামাল মুন্না প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *