“যতবারই হত্যা করো জন্মাবো আবার দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস’ এই স্লোগানকে উপলক্ষ্য করে
বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ঝাঁক তরুন সিলেটের বিশ্বনাথে আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিবাদী ছবি অঙ্কন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কলেজের সামনে যাত্রী ছাউনির দেয়ালে রঙ তুলির আচঁড়ে প্রতিবাদী ছবিটি অঙ্কন করেন কলেজের শিক্ষার্থীরা।
ছবি অঙ্কনের সময় উপস্হিত ছিলেন কলেজের শিক্ষার্থী সাকিব আহমদ, হোসেন আহমদ, বাসিত আহমদ, মনোয়ার খান, ফারহান আহমদ, মেহেদী হাসান, ইমন আহমদ, হোসাইন আহমদ, সাকিব আহমদ, সাজেল আহমদ, নোমান আহমদ, সালমান আহমদ, সালমান আহমদ ২ প্রমুখ।
শেয়ার করুন