স্টাফ রিপোর্টার::
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ২য় মেধা বৃত্তি পরীক্ষা আগামী শনিবার (৪টা নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার সিংগেরকাছ ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা সকাল ৯টায় পরীক্ষার হলে এসে প্রত্যেকে নিজেদের প্রবেশ পত্র গ্রহণ করতে হবে।
জানা যায় বিগত বছরের তুলনায় এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলা সাতাশটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করবে।
এই মেধা তালিকায় যারা ভাল ফলাফল অর্জন করবে তাদের জন্য মোক্তার আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে নগদ অর্থ।
এতে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সকলের প্রতি যথা সময়ে তাদের ছাত্র ছাত্রী নিয়ে উপস্থিত থাকার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনীত ভাবে আহবান করা হয়েছে।
পরীক্ষা পরবর্তীতে যারা ভাল ফলাফল করবে তাদের জন্য অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্হা করা হয়েছে।