বিশ্বনাথে আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ এসএসসিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) পৌর শহরের আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কলেজের উদ্যোগে উপজেলার ৩২ জন জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী সহ প্রায় দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব নেছার আহমদ।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কলেজের প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক (ইংরেজি) ও আল হাবিব ছাত্র সংসদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মো,মিজানুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন চৌধুরী, দেওকলস দ্বিপাক্ষীক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মো. আব্দুর রহিম, দৌলতপুর আর্দশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান, দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল হান্নান, শাহপিন উচ্চ বিদ্যালয়,ভোগশাইলের প্রধান শিক্ষক জনাব মো. আনোয়ার হোসেন, বাউসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিজন সরকার, জবান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক জনাব কামরুল ইসলাম, বেবী কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মুহিবুর রহমান সুইট।

আরও বক্তব্য রাখেন কলেজের ইংরেজি প্রভাষক জনাব নাসির উদ্দীন, মোবারক হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক মাহমুদুল হাসান জাকির, পৌরনীতি ও সুশাসনের প্রভাষক রুকন আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্রী মাহজাবিন হাবিব সারা, গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী সুইটি চন্দ্র, ইসলামি সংঙ্গিত পরিবেশন করেন দশম শ্রেণির শিক্ষার্থী নাহিমা আক্তার জেনি, আতাহার জুবায়েল, এসএসসি কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান থেকে এবারে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী তাওহিদা ইসলাম মুনতাহা, আল হাবিব ছাত্র সংসদের পক্ষে বক্তব্য রাখেন সংসদের ভিপি মাজহারুল ইসলাম ফুয়াদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাইমারি প্রধান সুহেল মিয়া, সহকারী শিক্ষক ফেরদৌস আহমদ মাসউদ , আবুল কাশেম জুবেল, রুজেল আহমদ, রফিকুল ইসলাম,পারভেজ আহমদ, শেফালী বেগম, আকলিমা বেগম, মাকসুদা বেগম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *