স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে মাত্র ২ বছর ৯ মাসে ৩০ পারা কোরআন মুখস্হ করে হাফিজ উপাধীতে ভূষিত হয়েছেন মো. ফারহান আহমদ।
উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামের ক্বারী ছাহেবের বাড়িতে গত ২০ সেপ্টেম্বর ২০২০ সালে ‘আল হুসাইন ফ্যামেলী হ্যান্ডস ইউকে’র অর্থায়নে প্রতিষ্ঠিত ‘আল জহুর হিফজুল কোরআন মাদরাসা’ থেকে প্রথম কোন শিক্ষার্থী সম্পূর্ণ ৩০ পারা কোরআন মুখস্হ করে হাফিজ উপাধীতে ভূষিত হলেন।
হাফিজ মো: ফারহান আহমদ রায়পুর টিমাইঘর গ্রামের মো.
সামছুদ্দিন এর সন্তান।
তার (হাফিজ ফারহান) এই কৃতিত্বে পিতা মাতা শিক্ষক ও মাদরাসার প্রতিষ্টাতা ও পরিচালক যুক্তরাজ্য প্রবাসী হুসাইন আহমদ সবাই খুশি হয়ে অভিনন্দন জানিয়ে তার উজ্জল ভবিষ্যৎ কামনা করেছেন।