ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে উপজেলাভিক্তিক কল্যাণমূলক সংগঠন আল বুরাক ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিশ্বনাথ পুরান বাজারস্হ আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।
এসোসিয়েশনের চেয়ারম্যান মাওলানা শেখ মো. সাহিদুর রহমান ফারুকী’র সভাপতিত্বে ও এমডি মাওলানা শামসুল ইসলাম ইকবাল’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশন’র উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, কাজী মাওলানা আব্দুল মুকিত, এলাহাবাদ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হরমুজ আলী।
এএমডি নুরুল ইসলাম’র শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অধ্যায়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার মাওলানা আমিরুল ইসলাম, শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল ইসলাম।
এসময় উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা নুরুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দীন দয়াল তালুকদার, শাহেদ আহমদ শিপু, আবুল কালাম আজাদ ও হাফিজুর রহমান প্রমুখ।