বিশ্বনাথে আল- হেরা শপিং সিটির ব্যবসায়ীদের সাথে চেয়ারম্যান প্রার্থী চেরাগের মতবিনিময়

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে আল-হেরা শপিং সিটির ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‘ঘোড়া’ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি এবং আল-হেরা শপিং সিটির ভাইস চেয়ারম্যান আব্দুল রোশন চেরাগ আলী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে আল-হেরা শপিং সিটিতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মনোহর হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী জয়নাল আবেদীন, মনির আহমদ, জামাল আহমদ, দিলোয়ার হোসেন সজিব, আলী হোসেন, একলিম মিয়া, লায়েক আহমদ।
মতবিনিময় সভায় বলেন, ৮মে’র নির্বাচনে আপনারা ‘ঘোড়া’ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদেরকে অনিয়ম-দূর্নীতিমুক্ত ও স্মার্ট উপজেলা উপহার দেব। সততা ও নিষ্ঠার সাথে জনগণের প্রাপ্য সকল বরাদ্ধ বা উন্নয়ন সমবন্টনের মাধ্যমে উপজেলার কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *