ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
অদ্য ৫ জুলাই , মঙ্গলবার, সকাল ১১টায় আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদ, বিশ্বনাথ, সিলেটের কার্যালয় প্রীতিগঞ্জ বাজারে নগদ ৮০০ টাকা করে স্থানীয় ২৯ টা মসজিদের ৩৪ জন ইমাম মুয়াজ্জিনদের মধ্যে এ হাদিয়া বিতরণ করা হয়েছে।
পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ আহমদ এর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন জাগীর আলা জামে মসজিদের ইমাম মাওলানা শামিম আহমদ খান
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা ও সৎপুর কামিল মাদরাসার (অবঃ প্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন
প্রীতিগঞ্জ বাজার, কাবিলপুর, দূর্লভপুর, জাগীরআলা, প্রয়াগমহল, পাকিছিরি, বাদে কাবিলপুর, ভাটপাড়া, মঙ্গলগিরি, আতাপুর, সৎপুর, হাজরাই, পরগনা বাজার, কৃষ্ণপুর, রাজাপুর, হামদরচক, কুড়িখলা, গনাইঘর আরও দুই মসজিদের ইমাম সহ জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বৃন্দ।
আরও উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি তারেক আহমদ, মাও ফেরদৌসুর রহমান, সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াছির আলী, প্রচার সম্পাদক ইউসুফ আলী সুজন, সদস্য আব্দুল আমিন সহ আরও প্রমুখ।
নগদ হাদিয়া বিতরণের অর্থের জবাবদিহি
১। আশিকানে মুস্তফা (সা.) পরিষদের নিজস্ব অর্থায়ন ২০,০০০/-টাকা
২। এ.এ ট্রাস্ট ইউকে বিডি ৫০০০/ টাকা
৩। আব্দুস সামাদ, দূর্লভপুর ১০০০/- টাকা
৪। ফয়সাল, প্রয়াগমহল ১০০০/- টাকা
৫/ জাবেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ, ১০০০/- টাকা
আশিকানে মুস্তফা (সা.) পরিষদের সকল দাতা সদস্যদের আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
শেয়ার করুন