ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে আনজুমানে আশিকানে মুস্তফা সা. পরিষদের পক্ষ থেকে অসহায় পরিবারের সদস্যদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) বাদ আসর স্হানীয় প্রীতিগঞ্জ বাজারস্হ পরিষদের কার্যালয়ে এলাকার ১০ টি গ্রামের ৫০ জন অসহায় পরিবারকে, জনপ্রতি ১ কেজি করে তৈল, ছোলা, ডাল, খেজুর, পেয়াজ, ৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন পরিষদের প্রতিষ্ঠাতা ও সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান।
পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বায়েজীদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, সিলেট পশ্চিম জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক রাজন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম,
এসময় উপস্থিত ছিলেন প্রীতিগঞ্জ বাজার কমিটির সভাপতি মো. আব্দুল গফুর, বাজার মসজিদের মুয়াজ্জিন রাহিদ আলী, পরিষদের সহ সভাপতি মো. বিলাল আহমদ, আক্তার হুসেন, সহ সাধারণ সম্পাদক হুসাইন মো. ওয়াছির, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল ফাত্তাহ, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, অর্থ সম্পাদক জামাল আহমদ, অফিস সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ অফিস সম্পাদক মো. আবু বক্কর তালুকদার, প্রচার সম্পাদক মো. ইউসুফ আলী সুজন, সহ প্রচার সম্পাদক জাকির হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আল আমিন সুমন প্রমুখ।
শেয়ার করুন