বিশ্বনাথে আশিকানে মুস্তফা সা. পরিষদের ৩ দিনব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজারে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।

শনিবার (২০ মে) বিকাল সাড়ে ৩ টায় ‘আনজুমানে আশিকানে মোস্তফা (সা.) পরিষদ’র আয়োজনে বিভিন্ন প্রকারের বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা উপজেলার অর্ধ শতাধিক প্রতিষ্টানে বিতরনের জন্য তিন দিন ব্যাপী ওই বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা ও সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান।

পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. বায়েজিদ আহমদ এর পরিচালনায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনী, বিশ্বনাথ থানার এস আই দিদারুল হক, সিলেট পশ্চিম জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ রাজন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল ফাত্তাহ ও
শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল হালিম।

এসময় উপস্হিত ছিলেন প্রীতিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুল গফুর, উপদেষ্টা মুসলিম আলী, শানুর আলী ফেরদৌস মিয়া, পরিষদের সহ সাধারণ সম্পাদক মো. হুসাইন মো. ওয়াছির, জয়নাল আবেদিন, অর্থ সম্পাদক জামাল আহমদ, অফিস সম্পাদক হাবিবুর রহমান, সহ অফিস সম্পাদক আবু বকর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী সুজন, সদস্য মুহিবুর রহমান সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *