বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার ৩২ তম প্রতিষ্টা বার্ষিক উদযাপন

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে আড়ম্বরপূর্ণ আয়োজনে মধ্য দিয়ে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা।

শুক্রবার (১৪ জুন) অর্ধ দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলাজুড়ে এক হাজার গাছের চারা বিতরণ, আলোচনা সভা, বার্ষিক কর্মসূচী ঘোষণা ও প্রয়াতদের স্মরণে দোয়া মাহফিলসহ নানা আয়োজন করে সংস্থাটি।
পাশাপাশি উপজেলা আর্তমানবতার সেবায় ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় ১০টি সংগঠনকে সম্মাননা দেয় এ সংস্থাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা লুৎফুর রহমান (গোয়াহরী), মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা আবুল বশর মো. ফারুক।
সংস্থার কার্যকরি কমিটির সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শফিক আহমদ-পিয়ার মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, আলতাফুর রহমান, মো. আজিজুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মো. জামাল উদ্দিন, মাওলানা আজিজুর রহমান, মো. আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক আহসান মাহমুদ শিপন, মাদ্রাসা শিক্ষক হরমুজ আলী, জামাল উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা খায়রুল ইসলাম, সংস্থার সিনিয়র সদস্য অ্যাডভোকেট ফয়জুর রহমান ফয়েজ, সহ-সভাপতি তাজুল ইসলাম, সংস্থার রামপাশা ইউনিয়নের সাংগঠনিক সৈয়দ মিছবাহুল হক, অলংকারী ইউনিয়নের সাংগঠনিক আজাদুল ইসলাম, সম্মাননা পাওয়া সংগঠনের প্রতিনিধি আবু সাঈদ নোমান, আব্দুন নূর তুষার, সাদিয়া বিনতে হোসাইন। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্য হাফিজ রবিউল ইসলাম।

এসময় শিক্ষকবৃন্দ, সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মাঠে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন অতিথিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *