বিশ্বনাথে উপজেলার সকল ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় দূর্নীতি, অনিয়ম, দখল, চাঁদাবাজী, অবৈধ পার্কিং, বাজারের ফুটপাত দখল ও মাদকমুক্ত সুন্দর, সুশৃঙ্খল, পরিষ্কার, পরিবেশ বান্ধব বিশ্বনাথ গড়ার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) পৌর শহরের বাসিয়া সেতুতে ছাত্র সমাজের ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরপূর্বে সকাল ১১ টা থেকে পৌর এলাকার প্রায় ১০-১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার সহকারে মানববন্ধনে যোগ দেয়।

মাদানিয়া মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা দুলাল আহমদ ও মাওলানা সাঈদ আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তানিয়া বেগম, মাদানিয়া মাদ্রাসা ছাত্র জাহেদুর রহমান, শাকিল আহমদ, আসাদ আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল জামিল, মুস্তাফিজুর রহমান, রামসুন্দর সরকারি হাইস্কুলের শিক্ষার্থী তাওহিদ আহমদ, আলিয়া মাদ্রাসার ছাত্র ইয়াহহিয়া আহমদ, মিজানুর রহমান, ক্যামব্রিয়ান কলেজের ছাত্র ইমদাদ আহমদ, শিক্ষক প্রতিনিধি মামুন হোসেন ও ইলিয়াছুর রহমান এবং ৫টি দাবি তুলে বক্তব্য রাখে কলেজ ছাত্র ময়নুর রহমান, ফেরদৌস আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *