স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন এবং রমজানে বাজার মনিটরিং করা’সহ নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ পৌরসভার প্যানেল-১ মেয়র রফিক হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএমকম আব্দুল্লাহ সিকদার, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোশাররফ হোসাইন।
শেয়ার করুন