বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ‘লামাকাজী-রামপাশা-বিশ্বনাথ-রশিদপুর সড়ক’র লামাকাজী বাজার ও রশিদপুর এলাকায় পৃথক দুটি স্থায়ী চেকপোস্ট স্থাপন, নিত্যপণ্যের দাম ও অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে এবং ভূয়া চিকিৎসক ও ফার্মেন্সী-ডায়াগনেস্টিক সেন্টার প্রতিরোধে ভ্রাম্যমান অভিযান অব্যাহত রাখার, জাতীয় পরিচয়পত্র-জন্মনিবন্ধন তৈরী’সহ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও ভূমি ক্রয়-বিক্রয়ের করা’সহ সকল দপ্তরে সেবা প্রাপ্তির ক্ষেত্রে অযথা হয়রাণী না করে দ্রুত সময়ে প্রবাসীদেরকে তাদের কাঙ্খিত সেবা প্রদানের ব্যবস্থা করার জোরদাবী জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আরোও বলেন ভূমি উন্নয়ন করা আদায় না করে যাতে কোন প্রকারের ভূমি রেজিস্টারী করা না হয়, পৌর এলাকার তীব্র যানজট নিরসনে পুলিশের পাশাপাশি পৌরসভার নিজস্ব ট্রাফিক নিয়োগ করা, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসায় চলমান বিরোধ নিরসন করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার, পৌর এলাকার দূর্গাপুর (কারিকোনা) গ্রামস্থ শ্মশান ঘাট অবৈধ দখলমুক্ত করার, জনবল বৃদ্ধি করে উপজেলার স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কার্যক্রম জোরদার করার উদ্যোগ গ্রহনের দাবী করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য রাজা মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, আনসার-ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা (অঃ দাঃ) শাহীনুজ্জামান চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ সিকদার, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক লিটন রঞ্জন দে, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মধু মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার আব্দুল আজিজ, ফায়ার সার্ভিসের সাব অফিসার আকমল ইসলাম, এনজিও কর্মী মরিয়ম সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *