স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ‘অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে’ সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে উপজেলার ৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যা কবলিত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) রাতে ও শনিবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে ওই রান্না করা খাবার বিতরণ করা হয়।
রান্নাকরা খাবারের পাশাপাশি বন্যার্তদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মোহাব্বত শেখের উদ্যোগে খাদ্যসামগ্রীও বিতরণ করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় তিনি সাংবাদিকে বলেন, ওই দূর্যোগে পানিবন্ধী মানুষের পাশে থাকা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এলাকা বন্যা কবলিত শুনে বা দেখার পর থেকে প্রবাসেও ভালো নেই আমাদের প্রবাসীরাও। তাই তারা সেখান থেকে যার যার সাধ্যমত ত্রাণ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
রান্না করা খাবার ও খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দেওকলস ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার আঙ্গুর মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, প্রবাসী মাসুক মিয়া, সংগঠক জয়নাল আবেদীন, বাবুল মিয়া, মাহতাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, মিজানুর রহমান নাঈম, আখলিছ আলী, দিলোয়ার হোসেন, আনসার আলী প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন