বিশ্বনাথে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন পালন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে।

পৌর শহরের কলেজ রোড়স্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে গণঅনশন কর্মসূচি পালন করা হয়।
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির মধ্যে ছিল- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ, বৈষম্যবিলোপ আইন প্রনয়ণ, দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ণ, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভ‚মি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভ‚মি কমিশন গঠন।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় গণঅনশনে একাত্মতা ঘোষণা করেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি ফারুক আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে মিন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য রনজিত ধর রন মেম্বার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, সহ সভাপতি রুপক কুমার দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, কাজল মালাকার, সাংগঠনিক সম্পাদক সমীর দে ঝুলন, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, সাধারণ সম্পাদক চন্দন দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সদস্য সুবিনয় মালাকার, লামাকাজী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রজত কান্তি দত্ত রুপক, দশঘর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নন্দ লাল বৈদ্য, খাজাঞ্চী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সজীব দে রাকু, খাজাঞ্চী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ দাশ রঞ্জু, সংগঠক গোবিন্দ দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় কুমার দেব, সহ সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমিত দেব, সহ সভাপতি প্রবীর দে, সাধারণ সম্পাদক রাসেন্দ্র কুমার দাশ রাজীব, খাজাঞ্চী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিষ দাশ প্রমুখ নেতৃবৃন্দ।
গণঅনশনে উপজেলা ও প্রত্যেক ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *