ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে ‘মশাল মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন’ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপদি শংকর দাস শংকু ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের নেতৃত্বে অনুষ্ঠিত ‘মশাল মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন’ পৌর শহরের পুরাণ বাজারস্থ শ্রীশ্রী শনি মন্দির থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত ‘বঙ্গবন্ধু’র মুর্যালে গিয়ে শেষ হয়।
‘মশাল মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক রুনু কান্দ দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, দত্তা আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিশি কান্ত পাল, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, সাধারণ সম্পাদক চন্দন দেব, সংগঠক বিজয় চন্দ্র দে, কানু রঞ্জন দেব, প্রনবীর পাল নিলু, বাপ্পা দাস, সজীব দে রাকু, অজিত দেব, জিসু আচার্য্য, কনক রঞ্জন দে টিটু, সুমন দেব, অজয় কুমার দেব, সৌমিত্র ধর মিশু, বিজয় চন্দ্র দে, মিল্টন দাস, শাওন দাস, রিংকু সরকার, অমিত দেব, রাসেন্দ্র দাস রাজীব, প্রবীর দে, পংকজ ধর, জিসু দাস, উত্তম দেব, শিপন দেব, লিটন দেব, অমিত পাল, বাপন দেব বাপ্পী, জীবন পাল, পুলক দেব গৌতম প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন