ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা ও পৌর এলাকায় থাকা সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেল নতুন বই। বই উৎসব উপলক্ষে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব উদ্যোগে গ্রহন করা হয় নানান আয়োজন। আর নতুন বইয়ের মৌ মৌ গন্ধে আনন্দে ভরে উঠে শিক্ষার্থীদের মন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, উপজেলা ও পৌর এলাকায় থাকা প্রাথমিক পর্যায়ের ১৬০টি বিদ্যালয়ের প্রায় ২২ হাজার শিক্ষার্থী এবার নতুন বই পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে জানান, উপজেলা ও পৌর এলাকায় থাকা মাধ্যমিক পর্যায়ের ৭০টি বিদ্যালয়ের প্রায় ২১ হাজার শিক্ষার্থী এবার নতুন বই পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে নতুন বই তুলে দেওয়া হলেও প্রত্যেক শিক্ষার্থী শ্রেণীতে থাকা সবকটি বই এক সাথে পাননি। কিছু বই পাওয়া বাকিও রয়েছে। তবে সংশ্লিস্ট কর্তৃপক্ষ জানিয়েছেন শীঘ্রই অবশিস্ট থাকা বইগুলোও শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
শেয়ার করুন