ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৫ লাভ করেছে মেধাবী শিক্ষার্থী আয়েশা বেগম। সে সিলেটের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
মেধাবী আয়েশা বেগম নিয়মিত ৭-৮ ঘন্টা পড়ালেখা করে সে ওই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
আয়েশা জানান, পড়ালেখার পেছনে বাবা-মা ও শিক্ষক/শিক্ষকার প্রেরণায় এগিয়ে যাচ্ছেন। ভবিষৎতে আরো ভাল ফলাফল করতে সে সবার দোয়া কামনা করেছেন।
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামের মোঃ সুরাব আলী ও দিলারা বেগম দম্পতির ৩য় মেয়ে। প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন এর সভাপতি কামাল উদ্দিনের ছোটবোন।
এ ব্যাপারে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ বলেন, আয়েশা বেগম একজন মেধাবী শিক্ষার্থী, সে পড়ালেখায় খুবই মনযোগী। ভবিষৎতে সে ভাল একটি জায়গায় অবস্থান করবে। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
শেয়ার করুন