স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদরেকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলার দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের কনফারেন্স হলরুমে ১৯৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এসএসসিতে উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের ওই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরমুজ আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও ১৯৯৮ ব্যাচের ছাত্র আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মো. হাসানুজ্জামান রানা, দশঘর নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওয়ালি উল্লাহ, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মো. রেহান মিয়া, রুপালী ব্যাংক হাবড়া বাজার শাখার ব্যবস্হাপক মো. সোহাগ মিয়া, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আমিরুল হক সরকার, সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. আবু তাহের, গীতা পাঠ করেন তৃষা দাস পৌষী ও স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী ফৌজিয়া রহমান,
হালিমা আক্তার, হামিদা তাসমিন।
সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।