স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ৮মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‘কাপ পিরিচ’ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদ চৌধুরীর সমর্থনে লামাকাজী ইউনিয়নের উদয়পুর গ্রামে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৩ মে) রাতে স্বানীয় ইউনিয়নের উদয়পুর গ্রামস্হ হারুন মিয়ার বাড়িতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উদ্যোগে ৪নং ওয়ার্ডবাসীর সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুহেল আহমদ চৌধুরীর সমর্থনে ওই উঠান বৈঠক অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া।
বিশিষ্ট মুরব্বি মাসুক মিয়ার সভাপতিত্বে ও ছাত্রনেতা আবদুল ওয়াহিদ মাহবুবের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন উদয়পুর গ্রামের মুরব্বি সিরাজুল ইসলাম সিরন, সানা উল্লাহ, আকিকুর রহমান চৌধুরী (ছুরুক) মেম্বার, ছুরাব আলী, তানজিদ আহমদ, হারুন মিয়া, সোনাপুর গ্রামের সেবুল সরকার, এখলাছ আলী মেম্বার, বুরহান উদ্দীন, জাবেদ আহমদ, পাটানগাও গ্রামের মুরব্বি ইসকার আলী, ভুরকী গ্রামের লুৎফুর রহমান, বাবুল মিয়া, ইসবপুর গ্রামের হাজী রহিম উল্লা, তাজ মিয়া, মিরপুর গ্রামের নজরুল ইসলাম।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।