স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার ২০২৪ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুর ২ টায় মাদরাসার কনফারেন্স হলরুমে ‘লামাকাজী ইউনিয়ন এডুকেশন সাপোর্ট টিম’র পক্ষ থেকে ৩০ জন শিক্ষার্থীকে নগদ অনুদান ও সংবর্ধনা প্রদান করা হয়।
মাদরাসার হিফজ বিভাগের প্রদান হাফিজ মো. আব্দুস শহীদ (বড় হুজুর) এর সভাপতিত্বে ও শিক্ষার্থী হাফিজ হাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমান, সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা শফিকুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল কাদির, মাওলানা মো. ফয়জুল হক, মাওলানা নুরুল ইসলাম, এডুকেশন সাপোর্ট টিমের সদস্য মো. শাহাব উদ্দিন মিজান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এডুকেশন সাপোর্ট টিমের সদস্য তারিকুল ইসলাম ও কৃতি শিক্ষার্থী হাফিজ জামাল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হাফিজ আহসানুল হুদা, নাতে রাসুল স. পরিবেশন করেন মিজানুর রহমান।
এসময় এডুকেশন সাপোর্ট টিমের সদস্য ও সাংবাদিক মাওলানা ফারুক আহমদ, মাদরাসার শিক্ষক নুরুল ইসলাম, সামছুল আলম, হাফিজ মাওলানা ইয়াকুব আলী, হাফিজ মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা ছাইফুল্লাহ, মাওলানা আতিকুর রহমান, শিক্ষার্থী সহ প্রমুখ উপস্হিত ছিলেন।
শেয়ার করুন