স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে পল্লী মঙ্গল কন্ট্রিবিউটেড (পিএমসি) একাডেমি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বিদ্যালয়ের কনফারেন্স হলরুমে ‘লামাকাজী ইউনিয়ন এডুকেশন সাপোর্ট টিম’র পক্ষ থেকে ২৫ জন শিক্ষার্থীকে নগদ অনুদান ও সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শামিম মিয়া, সহকারি শিক্ষক মো. দেলোয়ার হোসেন, এডুকেশন সাপোর্ট টিমের সদস্য মো. শাহাব উদ্দিন মিজান, তারিকুল ইসলাম।
এসময় এডুকেশন সাপোর্ট টিমের সদস্য তারিকুল ইসলাম,
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ প্রমুখ উপস্হিত ছিলেন।