ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে গলায় দড়ি দিয়ে রেখা আক্তার (১৪) নামের এক কিশোরী আত্নহত্যা করেছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের রাজনগর গ্রামস্থ মজম্মিল আলীর কলোনী থেকে বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা এই কিশোরীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
জানা যায়, ওই কিশোরী রেখা আক্তার প্রায় ৭ মাস ধরে তার সৎ বাবা পরিবহন শ্রমিক রিপন মিয়া (২৮) ও সৎ মা হোছনা বেগম (২৫) এর সাথে ওই কলোনীতে বসবাস করে আসছিলো। কিশোরীর গর্ভধারিনী মা ময়না বেগম সৌদি আরবে বসবাস করছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায় নি।
তার সৎ মা হোছনা বেগম বলেন, মঙ্গলবার সকাল থেকে রেখা তার দাদির বাসায় যাওয়ার জন্য বলছিলো। ঘরের কাজকাম শেষ করে দুপুরে গোসল করে যাওয়ার জন্য বললে জানায় সে যাবে না। কয়েকবার বলার পর আমি আর আমার দুই ছেলে পাশেই তাদের দাদির বাসায় যাই। ওই বাসা থেকে ফিরেই দেখি রেখার ঘরের দরজা ভিতর থেকে আটকানো। তখন অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে নিয়ে বটি দিয়ে দরজা ভেঙ্গে দেখি সে গলায় ফাঁস দিয়েছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম-সেবা।
লাশের ময়না তদন্ত শেষে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান বিশ্বনাথ থানার ওসি তদন্ত আব্দুস সালাম।