বিশ্বনাথে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৪ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার তর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘঠিত হয়েছিল ইতিহাসের কালো অধ্যায়। এদিন শতাব্দীর মহানায়ক বাঙালি জাতির স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ক্ষমতালোভী কুচক্রী মহল ঘাতকেরা। সেদিন গোটা বিশ্বে নেমে এসেছিল শোকের ছায়া। বাঙালি জাতির ললাটে পড়িয়ে দেওয়া হয়েছিল কলল্কতিলক। এসময় তিনি বঙ্গবন্ধুর জীবন আদর্শে উজ্জেবিত হয়ে এ দেশেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আহ্বান জানান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমার একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, উপজেলার সকল সরকারি, বেসরকারি, এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থানে যেন সরকারের নির্দেশনা মোতাবেক জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালন করা হয়, সেই বিষয়ে সকলকে সর্তকতা অবলম্বন করতে হবে। যেন কোথাও কোন অপ্রীতিকর কোন কিছুর সৃষ্টি না হয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, সাংবাদিক নবীন সোহেল।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য ভাবে পালনের কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, সকল সরকারী-বেসরকারী, অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, এতিমখানা, হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও বাদ যোহর মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দিবসের আলোকে বিশেষ প্রার্থনাসহ জাতীয় শোকদিবসের নানা কর্মসূচি হাতে নেয়া হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগের ত্রান সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিবগণসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *