স্টাফ রিপোর্টার:
‘নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালী অনুষ্টিত হয়ে উপজেলা সভা কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়নের মো. আতিকুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিআরডিবি কর্মকর্তা, সমাজসেবক মধু মিয়া, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ও আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন, ফারুক আহমদ, মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাইম, দারুল হিকমার কর্মী মো. জাকারিয়া, সাথী যুব সমাজ কল্যাণ সংস্হার সহ কোষাধক্ষ মো. শাহাব উদ্দিন।
এসময় আলহাজ্ব মোক্তার আলীর সহ ধর্মিনী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য যুক্তরাজ্য প্রবাসী মিনারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, পল্লি উন্নয়ন কর্মকর্তা ওয়ারেনাত আল আমিন, সহকারি আইসিটি প্রোগ্রামার মো. শোয়েব আখতার, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তাওহিদুর রহমান, সদস্য সাইদুর রহমান, সমাজসেবক মো. আব্দুর রহমান উপস্হিত ছিলেন।