বিশ্বনাথে জামায়াতের উদ্যোগে গৃহ সংস্কারকাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় আমীর ডা. শফিক

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ঈমানী দায়িত্ব থেকে সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। জামায়াতে ইসলামী যতটুকু পাশে মানুষকে সাহায্য করে যাচ্ছে, ইনশাআল্লাহ আরও করবে। জামায়াতের ইসলামীর পাশাপাশি যারাই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের জন্য প্রাণভরে দোয়া করি, আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন। জামায়াতে ইসলামী মজলুম সংগঠন, জেল জুলুম যাই আসুক আমরা বিপদের সময় মানুষের পাশে থাকবো।

তিনি রোববার (৯ অক্টোবর) সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কুমারপাড়া ও রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামে সাম্প্রতিক স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব অসহায় ২৬টি পরিবারের গৃহ সংস্কার কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির একথাগুলো বলেন। এরপূর্বে মোটর সাইকের শো-ডাউনের মাধ্যমে কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতৃবৃন্দকে বরণ করেণ স্থানীয় নেতারা।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও নায়েবে আমীর নিজাম উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সেক্রেটারী নজরুল ইসলাম, এসিসটেন্ট সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ, সাইফুল্লাহ আল হোসাইন, হাফিজ নাজমুল ইসলাম, মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট সুলাইমান আলী।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান, ইসলামী ছাত্র শিবির জেলা পশ্চিম শাখার সভাপতি সাহার বিন সামাদ, জামায়াত নেতা বাবুল মিয়া, আব্দুল মুকসিত আখতার, আসিকুর রহমান, আব্দুল মালিক, আব্দুল আলী, জাহেদুর রহমান, শিবির নেতা গিয়াস উদ্দিন সাদী, তোফায়েল আহমেদ, রিয়াজ উদ্দিন, আমিম আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *