বিশ্বনাথে জালালের ‘হ্যাঙ্গার’ মার্কার সমর্থনে ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের ‘হ্যাঙ্গার’ মার্কার সমর্থনে শুক্রবার (২১ অক্টোবর) রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের কালীগঞ্জ বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে স্বতন্ত্র মেয়র প্রার্থী জালাল উদ্দিন বলেছেন, জীবনের শেষ বয়সেও আপনাদের সেবা করে যেতে চাই। আপনাদের সেবা করতে আমি আনন্দ পাই। জীবনের বহু সময় ধরে আপনাদের পাশে আছি, বাকী জীবনটা আপানাদের পাশে থাকতে চাই। সেই হিসেবে জীবনের শেষ নির্বাচন হিসেবে ‘হাঙ্গার’ প্রতিকে ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের মূল্যবান ভোটের মূল্য দিব ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *