ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার টুকেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নাজিরা বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে স্কুল কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল মন্নানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুহামা ইয়াসমিনের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী অতিথি নাজিরা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, টুকেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ.হ.ম গোলাম রব হাসনু, সাবেক সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, অলংকারী-পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুক্তরাজ্য প্রবাসী শাহ মতসিন আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমির আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সাঈফ আহমদ, মানপত্রপাঠ করেন শিক্ষার্থী মাহদি রহমান শাফি ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে এসময় বিদায়ী অতিথি টুকেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নাজিরা বেগমকে স্কুল কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী মোতাহির আলী, আব্দুর রহমান, আসমান খান, তফুর খান, মফিজ আলী, মানিক মিয়া, সিরাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওলীউর রহমান, সহকারী শিক্ষক ফাতিমা বেগম, আয়শা আক্তার, পারভিন বেগম, রিপন দাশ, সংগঠক মুক্তার আলী, ছুরাব আলী, আব্দুর মুক্তাধির, আব্দুল্লাহ, আবুল বাশার, শাহেদ আহমদ, ফাহিম আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন