বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্হিত বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক।
এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সাঈদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার-ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি এমি বেগম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া প্রমুখ উপস্হিত ছিলেন।
শেয়ার করুন