ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ’র তিন (৭, ৮ ও ৯নং) ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেছেন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী, তরুণ সমাজকর্মী, শিক্ষানুরাগী মুহি উদ্দিন পলাশ।
বুধবার (১৪ জুন) সকালে একাভীম গহরপুর গ্রামস্থ নিজ বাড়িতে তিনি ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মুহি উদ্দিন পলাশ বলেন, সমাজসেবা হচ্ছে একটি ইবাদত। সমাজসেবাকে ইবাদত মনে করেই আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছি। ইউনিয়নবাসীর সাথে বিগত দিনে যেভাবে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষৎতেও থাকব। আপনারা আমাকে নির্বাচিত করলে, আমি আপনাদের মূল্যবান ভোটের অবমূল্যায়ন করব না। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পরামর্শে সরকারের বরাদ্ধ সমভাবে বন্ঠন করব।
সালীশ ব্যক্তিত্ব চন্দন মিয়ার সভাপতিত্বে ও সংগঠক সাহেল আহমদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধরনী কুমার চৌধুরী। বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার তফজ্জুল আলী, আবুল কালাম আজাদ, আতাপুর গ্রামের কবির মিয়া, ইকবালপুর গ্রামের আমির আলী, পশ্চিম শ্বাসরাম গ্রামের শুকুর আলী, ইউনিয়নের ৩নং (৭, ৮ ও ৯নং) সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী রোজিনা বেগম।
সভায় এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী তৈমুছ আলী, আব্দুল হান্নান, ছুরত খান, কবির মিয়া, তবরিছ আলী, সাদেক আলী, আব্দুল খালিক, তাজুল খান, রিহান মিয়া, খলকু মিয়া, বাবুল মিয়া, ফারুক মিয়া, সেবুল মিয়া, তেরাব আলী, ইসকন্দর আলী, লিলু মিয়া, সাক্কু মিয়া, মিছতাজ উদ্দিন শিপলু, দুলাল মিয়া, আব্দুস সবুর, লেচু মিয়া, নাজিম উদ্দিন, শাহ মো. মারুফ, বিজুল মিয়া, নূরুজ আলী, নূর মিয়া, ফাহিম আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
শেয়ার করুন