স্টাফ রিপোর্টার:
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন (২-৪ জুন) দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে কৃষি মেলার স্টলগুলো পরিদর্শন করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, কৃষক সেলিম মিয়া।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজিত আচার্য্য।
এসময় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।