ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামস্থ ‘এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক ও সহকারী অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরকারি বিধিমতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন তিনি।
গত ২৮ ডিসেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান স্বাক্ষরিত ০৫.৪৬.৯১২০.০০১.৩২.০০৭.২০-১২৭১ স্মারকের মাধ্যমে মাওলানা মখলিছুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনসহ মাদ্রাসার এডহক কমিটির আবেদন ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য মনোনিত করেন।
এরপূর্বে গত ১৫ ডিসেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত ‘বামাশিবো/প্রশা/সিলেট-৬৭/১৬২ স্মারকে ৭ কর্মদিবসের মধ্যে ‘এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা’র সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদনের আবেদন অনলাইরে দাখিল করার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইনকে নির্দেশনা দেন। এতে তিনি ব্যর্থ হলে, বিধি মোতাবেক মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনসহ তার মাধ্যমে এডহক কমিটির আবেদন ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিস্ট সকলকে অবহিত করেন।
সংপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক আলতাফুর রহমানের পরিচালনায় এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা’র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুখলিছুর রহমান, প্রবীন সাংবাদিক আব্দুল হাই জিহাদী, তেলিকোনা গ্রামবাসীর পক্ষে শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, মাদ্রাসার শিক্ষক এটিএম নূর উদ্দিন, মাওলানা হরমুজ আলী, ফরিদুল ইসলাম, হানিফ পাটোয়ারী, মৌলভী ওলিউর রহমান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য হাজী আবুল কাশেম, তেলিকোনা গ্রামের প্রবীন মুরব্বী হাজী বাদশা মিয়া, হাজী নূরুল হোসেন, জবেদ আলী, নিজামুল ইসলাম নৌশা, জমির উদ্দিন, আছকির আলী, আমির উদ্দিন মেম্বার, নূর উদ্দিন প্রমুখসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন