ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার দতা গ্রামে ‘আলোকিত মা গড়ার লক্ষে’ সোমবার (২২ আগস্ট) দারুন্নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জালালিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মোনাইম মঞ্জলালী।
যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম সা’দ-এর প্রচেষ্ঠা ও উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে মাদ্রাসাটি। মাদ্রাসার বর্তমান কার্যক্রম (ক্লাস) অস্থায়ীভাবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম সা’দ-এর বাড়িতে শুরু হয়েছে।
ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, মিয়ারবাজার মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল চৌধুরী, দারুন্নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা সিরাজুল ইসলাম সা’দ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সাত্তার, রফিক আহমদ, শাহ আমিন উল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সুহেল আমিন, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য সফিকুল ইসলাম শফিক ওয়ান পাউন্ড হসপিটালের চীপ কো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, ব্যবসায়ী সিতাব আলী, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা ইকবাল হোসাইন, সিলেট পুস্তক ও প্রকাশক সমিতির সদস্য হোসাইন আহমদ শাহীন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন