বিশ্বনাথে দলিল লেখক সমিতির নির্বাচন: সভাপতি সেলিম সম্পাদক খালিক

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্টিত হয়েছে। সমিতির ৪১ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

নির্বাচনে সভাপতি পদে ২০টি ভোট পেয়ে সেলিম আহমদ, সাধারণ সম্পাদক পদে ২৪টি ভোট পেয়ে আব্দুল খালিক ও সাংগঠনিক সম্পাদক পদে ২৮টি ভোট পেয়ে বলাই চন্দ্র চন্দ বিজয় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দিতাকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে কলমদর আলী ১২টি, আব্দুল আজিজ ৮টি, মুহিবুর রহমান ১টি এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী অপর প্রার্থী সাজিদ আলী ১৭টি ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী অপর প্রার্থী আব্দুল মজিদ ১৩টি ভোট পান।
এছাড়া বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন- সহ সভাপতি পদে সাকির মিয়া, যুগ্ম সম্পাদক পদে রজত কান্তি দাশ, অর্থ সম্পাদক পদে লুৎফুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক পদে আপ্তাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে গুলজার খান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে বদর নূর খান, প্রচার সম্পাদক তারেক হোসেন মামুন, কার্যনির্বাহী সদস্য রিপন কান্তি দাশ, কাজল মালাকার, সাইফুল ইসলাম, মারুফ আহমদ।
ভোট গ্রহন শেষে নির্বাচনী ফলাফল ঘোষণার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার মেসবাহ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি ও জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিভাগীয় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান সায়েক, জেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি ও উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমান।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব নিয়াজ আলীর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার শংকর চন্দ্র ধরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নর্ব-নির্বাচিত সভাপতি সেলিম আহমদ, সদস্য সাবেক সভাপতি কলমদর আলী, নর্ব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ আলী, সভাপতি পদের প্রার্থী মুহিবুর রহমান, আব্দুল আজিজ, নর্ব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র চন্দ বলাই। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল মজিদ ও স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আবেদুর রহমান আছকির।
এসময় উপস্থিত ছিলেন বশির উদ্দিন, দেলোয়ার হোসেন আহমদ, সামছুল কবির ইমরুজ, ধর্মদাস দে, রজত কান্তি দাশ, মামুন মিয়া, ফারুক আহমদ, শাখাওয়াত হোসেন, দিপক বৈদ্য, নবী হোসেন, আব্দুল মালিক, জুনেদ মিয়া, আতাউর রহমান লিটন, তাপস শুক্ল বৈদ্য, হাবিবুর রহমান শিপন, সঞ্জয় মালাকার, সাইদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *