স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে সিরাজপুর কাজীবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসায় ২০২৪ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বাদ জোহর মাদরাসার হলরুমে ‘লামাকাজী ইউনিয়ন এডুকেশন সাপোর্ট টিম’র পক্ষ থেকে মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন শিক্ষার্থীকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাদি এর সভাপতিত্বে সহকারি শিক্ষক মাওলানা ফারুক মাহদির পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার সিনিয়র শিক্ষক রওশন আলী, মাওলানা আব্দুল কুদ্দুস মুনসুর, এডুকেশন সাপোর্ট টিমের সদস্য ফয়ছল আহমদ, তারিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী জামিল আহমদ ও সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক ইমরান আহমদ।
দোয়া পরিবেশন করেন মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুল হাদি।
এসময় মাদরাসার শিক্ষকবৃন্দ, এডুকেশন সাপোর্ট টিমের সদস্য ফারুক আহমদ, রুবেল আহমদ, মাহবুব হাসান, এমদাদুল হক, শিক্ষার্থীগণ উপস্হিত ছিলেন।