স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে ‘প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র পক্ষ থেকে ঈদ পূনর্মিলনী সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামস্থ সংগঠনের কার্যালয়ে ওই সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী লোকমান আলী।
ফাউন্ডেশনের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান রুহিনের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিত্র শিল্পী আব্দুল মান্নান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য ওয়াহিদা আক্তার ডালিয়া, তাছলিমা আক্তার, সোনিয়া আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সদস্য সুরমা বেগম।
এসময় ফাউন্ডেশনের সহ সভাপতি হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ কামরান আহমদ, সমাজ সেবী শাহানারা বেগমসহ প্রমুখ উপস্হিত ছিলেন।