ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে গত ১৭ জুলাই অনুষ্ঠিতব্য উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার পরিষদের দায়িত্ব গ্রহন করেছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নব নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব হস্তান্তর ও বরণ উপলক্ষ্যে এক সভার আয়োজন করা হয়।
পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নব নির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
এসময় চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বলেন, জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। এ জয় বিশ্বনাথ ইউনিয়নবাসীকে উৎসর্গ করে তাদের সেবাটুকু পরিপূর্ণ ভাবে বিলিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করবো।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউপি সচিব অশোক শুক্ল বৈদ্য। তিনি বলেন, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এসময় নবাগত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারকে ফুল দিয়ে বরণ করেন এবং নতুন চেয়ারম্যানের মুখে নিজের হাতে মিষ্টি তুলে দিয়েছেন সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক। উপস্থিত সবাই এ ঘটনায় সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।
এসময় বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখ মনির মিয়া, আনচার মিয়া, ফারুক মিয়া, এলাইচ মিয়া তালুকদার, আয়না মিয়া, মাসুক মিয়া, মনোহর আলী, হারিছ মিয়া, মতিন মিয়া, মোঃ ফয়জুল ইসলাম তালুকদার, শেখ শাহজাহান, রওশন আলী, ফয়জুল ইসলাম।
দায়িত্ব হস্তান্তর ও বরণ অনুষ্ঠানে ছিলেন, ১নং ওয়ার্ড এর নবাগত ইউপি সদস্য আশিক মাহমুদ, ২নং ওয়ার্ড এর সদস্য হাজী আব্দুল মালিক হান্নান, ৩নং ওয়ার্ড এর সদস্য শেখ ফজর রহমান ফজর, ৪নং ওয়ার্ড এর সদস্য মোঃ নাজিম উদ্দিন রাহিন, ৫নং ওয়ার্ড এর সদস্য মোঃ তানভীর হোসেন, ৬নং ওয়ার্ড এর সদস্য মোঃ সামিম আহমদ, ৭নং ওয়ার্ড এর সদস্য মোঃ খালেদ মিয়া, ৮নং ওয়ার্ড এর সদস্য মোঃ মলিক মিয়া, ১,২,৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা সদস্য মায়ারুন নেছা, ৪,৫,৬ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ বাবলী বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রজিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, শাহ ইফতেখারুল ইসলাম, হাফিজ লাহিন মিয়া, কামরান মিয়া, আক্তার মিয়া, মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, মোতাহের খান, জাহাঙ্গির, শুকুর আলী তালুকদার, সজ্জাদ আলী, ইউপি উদ্যেক্তা শিবু কান্তি দাস, অফিস কর্মচারী রাজু চৌধুরী, গ্রাম পুলিশ, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন