বিশ্বনাথে দুই শ্রমিক নেতার বহিস্কার প্রত্যাহার ও ১৩ জুলাই নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি ইউনুছ আলী ও সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান গোলাপের বহিস্কারাদেশ প্রত্যাহার ও ১৩ জুলাই ঘোষিত অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মাইক্রোবাস স্ট্যান্ডে সংগঠনের ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন  শ্রমিক নেতারা।

উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য তোরাব আলী গেদাই’র সভাপতিত্বে ও শ্রমিক নেতা সেবুল আহমদের পরিচালনায় মানববন্ধন পূর্ব সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি ইউনুছ আলী, সংগঠনের সাবেক সহ সভাপতি আব্দুল খালিক, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান গোলাপ, সাবেক মেম্বার মনির মিয়া, সংগঠনের বর্তমান কমিটির সদস্য লাল মিয়া, আলা উদ্দিন, আসকন্দর আলী, রিপন আহমদ, সুমন মিয়া, বাদশা মিয়া, নাছির উদ্দিন, জুয়েল মিয়া, নছির মিয়া, সুহেল আহমদ, আব্দুল কাহার, কামরুল ইসলাম, হাফিজুর রহমান, মতিন মিয়া, হেলাল আহমদ, রাসেল মিয়া, সেবুল মিয়া।

সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি ইউনুছ আলী ও সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান গোলাপ শ্রমিকের প্রকৃত বন্ধু। তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার ও ১৩ জুলাই’র নির্বাচনের ঘোষিত তারিখ বাতিল না করলে সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে নামবেন। আর যদি দাবী না মানা হয় তাহলে সংগঠনের কোন ক্ষতি হলে সব দায় দায়িত্ব জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে নিতে হবে।
এদিকে সিলেট জেলা বাস-মাইক্রোবাস সমিতির সভাপতি ময়নুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মঙ্গলবার (১১ জুলাই) সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিশ্বনাথ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *