বিশ্বনাথে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটিকে নিয়ে জনগোষ্টির ঝুঁকি নিরুপন বিষয়ক প্রশিক্ষণ

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপনা কমিটিকে নিয়ে জনগোষ্টির ঝুঁকি নিরুপন (উন্নত স্বাস্হ্য এবং জলবায়ু পরিবর্তন স্হিতিস্হাপকতায় নারী ও কিশোরদের নেতৃত্বের অগ্রগতি) বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ‘এফআইডিভিবি’ -‘দিশারী’ প্রকল্পের আয়োজনে ওই প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়।

লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন দিশারী প্রকল্পের সিলেট বিভাগীয় প্রোগ্রাম মনিটরিং অফিসার তানিম পাপিয়া ও ইউনিয়ন মবিলাইজার জয়নাল উদ্দিন।

এসময় উপস্হিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, সংরক্ষিত মহিলা সদস্য সোহাদা বেগম, আপ্তারুন নেছা, দিলারা বেগম, ইউপি সদস্য জসিম উদ্দিন, আফজল হোসেন, প্রতাব পাল, শাহনুর আহমদ, চমক আলী, নেপাল চন্দ্র দে, লাল মিয়া, জিসু আচার্য্য, উদ্যোক্তা মো. শাহজাহান, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বুলবুল পাল, এ এফ পি আই একেএম শামসুজ্জামান, শিক্ষক শ্রীবাস পাল, স্বেচ্ছাসেবক আনুর মিয়া, কৃষক সালাদ মিয়া, মৎস্যজীবী মতিউল ইসলাম, ইমাম আব্দুল আলীম, ক্রীড়া সংগঠক মো. নুর আলী, ব্যবসায়ী শানুর হোসাইন, আনসার প্রতিরক্ষা আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা শিবাশ পাল, সমাজসেবক গোলাম আহমদ, এনজিওকর্মী সালমা আক্তার, আরও মরিয়ম জাহান সোনালী, পাথফাইন্ডার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *