বিশ্বনাথে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে ‘গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষে’ শনিবার (১৭ জুন) দিনব্যাপী দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এবং দূর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহযেযাগীতা ও অর্থায়নে অনুষ্ঠিত প্রতিযোগীতায় মাধ্যমিক পর্যায়ের ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহন করে।

চাউলধনী স্কুল এন্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার। প্রধান বক্তার বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম মনোওর আলীর সভাপতিত্বে ও সদস্য আনহার আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
বিতর্ক প্রতিযোগিতা চলাকালে মডারেটরের দায়িত্ব পালন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ এবং বিচারকের দায়িত্বে ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দেলওয়ার হোসেন, প্রভাষক মোস্তফা কামাল, আলহাজ্ব রইছ মিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাবিনা বেগম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *