ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার দুর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসায় পর্তুগাল প্রবাসী মো. আলী হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াই টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামস্হ মাদরাসার কনফারেন্স হলরুমে ছাত্র শিক্ষকের আয়োজনে ওই সংবর্ধনা অনুষ্টিত হয়।
এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী মো. আলী হোসাইন।
সংবর্ধনা প্রদানকালে মাদরাসার সহকারী শিক্ষক মো. বায়েজিদ আহমদ, হাবিবুর রহমান, সংগঠক মো. গৌছ আলী, শ্রমিক মো. উজ্জল আলী, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্হিত ছিলেন।
এসময় মাদরাসার পক্ষ থেকে প্রবাসী মো. আলী হোসাইনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।