স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ‘অভ্যন্তরীণ বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে উদ্বোধক হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
জানা গেছে, উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে এবছর ৩৬ টাকা কেজি দামে ৪৬৮ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দামে ১২৪ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় বা সংগ্রহ করবে উপজেলা খাদ্য গুদাম। এরই ধারাবাহিকতায় কর্মসূচির উদ্বোধনী দিনে পৌর শহরের পশ্চিম চান্দশিরকাপন গ্রামের কৃষক নছির মিয়া ৩ হাজার কেজি বোরো ধান বিক্রি করেন ।
‘অভ্যন্তরীণ বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ’ কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অঞ্জন কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) মনোয়ার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, মিল মালিক অমর খান, কৃষক নছির মিয়া প্রমুখ ব্যক্তিবর্গ।
শেয়ার করুন