ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের ইউএনও অফিস কক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিম, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল, যুবনেতা খোকন আহমদ, রুহেল মিয়া, রাজন মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, বিশ্বনাথের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যাতে করে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন। আমি বিশ্বনাথকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্টার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। আর তাই সকলের সার্বিক সহযোগীতা আমার একান্ত প্রয়োজন।
শেয়ার করুন