বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী সুহেল চৌধুরীর মতবিনিময়

সিলেট

স্টাফ রিপোর্টার:

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে বিশ্বনাথ পৌর এলাকার কারিকোনা গ্রামস্থ তার নিজ বাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
গ্রামের প্রবীণ মুরব্বী মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠত মতবিনিময় সভায় নির্বাচনে নিজ গ্রাম তথা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী সুহেল আহমদ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন কারিকোনা গ্রামের মুরব্বী সিরাজ আলী, মতছির আলী, আমির আলী, আব্দুস সুবহান, নুরুল হক, কলমদর আলী, নুরুল ইসলাম, সংগঠক আব্দুুল আহাদ, খলিলুর রহমান, আখলুছ মিয়া, মামুন মিয়া, মাজারুল ইসলাম সাব্বির।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কারিকোনা গ্রামের মুরব্বি সুরুজ আলী, রইছ আলী, মহরম মিয়া, আইয়ুব আলী, ওয়াহাব আলী, বাবুল মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সংগঠক জুনাব আলী, মামুন মিয়া, ইলিয়াস মিয়া, নিজাম উদ্দিন, শিপন তালুকদার, আবদুল খালিক, খালেদ মিয়া, নাঈম আহমদ, জাবেদ আলী, শরিফুল ইসলাম, সিমন মিয়া, তামজিদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *