স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ব্যাবস্হাপনায় শিক্ষার্থীদের মাঝে ওই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া বলেন, শিক্ষার প্রসার প্রচার করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নুর ফাউন্ডেশন। তাই নুর ফাউন্ডেশন প্রশংসার দাবিদার।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আহমদ রাজু ‘র সভাপতিত্বে ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রফিক মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দুলাল আহমদ, মর্নিং ষ্টার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াদুদ, হাজি মফিজ আলী বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইমাদ উদ্দিন, সিলেট জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, সিলেট সেন্টাল উইমেন্স কলেজর অধ্যক্ষ কবি কালাম আজাদ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ছাদিয়া বেগম।
এসময় আবু সুফিয়ান, রাজন খান, খসরু ইমামসহ ছাত্র ছাত্রীর অভিভাবক ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।