ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে নিউস্টার কর্তৃক ১ম মধ্যমবার ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকাল ২টায় গ্রামের পশ্চিমের মাঠে নিউস্টার ফুটবল টুর্নামেন্টের আয়োজনে ওই মধ্যমবার ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্ভোধন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রফিক হাসান।
প্রধান উদ্ভোধক হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন যুক্তরাজ্য সুইন্ডন আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শফিক মিয়া।
সমাজ সেবক আব্দুর রশিদের সভাপতিত্বে ও সংগঠক জয়নাল আবেদীনের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ আরব খান, রাজনীতিবিদ আব্দুল মুমিন কালু, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের এজিএম সাইদুর রহমান রাজু।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল মুকিত, লিলু মিয়া, আবু তাহের, জামাল আহমদ, মামুনুল হুদা মামুন, ফখরুল আহমদ, খছরুজ্জামান, সাদ্দাম হোসেন জুনেদ,
আব্দুল হামিদ, গিয়াস উদ্দিন, ওয়ারিছ আলী, আব্দুল করিম, শাহিন আহমদ, রোশন আহমদ প্রমুখ।