ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের ‘নৌকা’ মার্কার সমর্থনে শনিবার (২২ অক্টোবর) পৌরসভার ৬নং ওয়ার্ডের পুরাতন হাবড়া বাজার এলাকায় গণসংযোগ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গকে সাথে নিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চান মেয়র প্রার্থীর পক্ষে এসএম নুনু মিয়াসহ নেতৃবৃন্দ।
এসময় উপস্হিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়াসহ প্রমুখ।
শেয়ার করুন